Sat, 23 Aug 2025 01:12:37 +0530

Whatsapp New Feature: হোয়াটসঅ্যাপে কলের ধাক্কায় বিরক্ত!

Whatsapp New Feature: হোয়াটসঅ্যাপে কলের ধাক্কায় বিরক্ত! আর চিন্তা নেই, এসেছে নতুন ফিচার


Whatsapp Call: যাঁরা হোয়াটসঅ্যাপ কল ফিচার ভীষণ ভাবে ব্যবহার করে থাকেন তাঁদের জন্য এই ফিচার খুবই গুরুত্বপূর্ণ। 

Whatsapp Features: মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপ ইউজারদের সুবিধায় চালু করেছে দুর্দান্ত একটি ফিচার (Whatsapp Features)। এবার থেকে চাইলে ইউজাররা হোয়াটসঅ্যাপ কলের নোটিফিকেশন ডিজেবল বা বন্ধ করে রাখতে পারবেন। অনেকসময়েই কোনও গুরুত্বপূর্ণ কাজ করার সময় বারংবার হোয়াটসঅ্যাপে ইনকামিং কল এলে অসুবিধা হয়। সেক্ষেত্রে এই নতুন ফিচারের সাহায্যে সুবিধা পাবেন ইউজাররা। কাজে বজায় থাকবে মনযোগ। হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন সেটিংসে এই নতুন ফিচার খুঁজে পাবেন ইউজাররা। সেখানেই রয়েছে ডিজেবল নোটিফিকেশন ফর কল ফিচার। এই ফিচার অন করে দিলেই নোটিফিকেশন অ্যালার্ট (হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে) অফ হয়ে যাবে। 

কীভাবে এই ফিচার ব্যবহার করবেন

প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস ট্যাবে যেতে হবে। সেখানে নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর Disable Notifications for Calls feature দেখা যাবে। সেটি অন করে দিলেই আপনার কাজ হয়ে যাবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ কলের জন্য নোটিফিকেশন আসা বন্ধ হয়ে যাবে। আপনি গুরুত্বপূর্ণ কাজের মাঝে আর বিরক্ত হবেন না। যে কাজ করছেন তা মন দিয়ে সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ইনকামিং কল ব্লক হবে না। কিন্তু নোটিফিকেশন অ্যালার্ট পাওয়া যাবে না। ফের হোয়াটসঅ্যাপ কলের জন্য নোটিফিকেশন অ্যালার্ট পেতে চাইলে সেটিংসের নোটিফিকেশন অপশনে গিয়ে Disable Notifications for Calls feature অফ করে দিতে হবে। যাঁরা হোয়াটসঅ্যাপ কল ফিচার ভীষণ ভাবে ব্যবহার করে থাকেন তাঁদের জন্য এই ফিচার খুবই গুরুত্বপূর্ণ। 

Whatsapp Accidental Delete Feature: ইউজারদের জন্য দুর্দান্ত একটি ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের এই বিশেষ ফিচারের নাম 'অ্যাক্সিডেন্টাল ডিলিট'। অনেকসময়েই আমরা ভুল করে এমন অনেক মেসেজ এমন অনেক ব্যক্তিকে পাঠিয়ে ফেলি যার জন্য পরে আমাদের সমস্যায় পড়তে হয়। ইউজারদের এই বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়ার জন্যেই হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচার 'অ্যাক্সিডেন্টাল ডিলিট' লঞ্চ করেছে। বর্তমানে হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করার জন্য দুটো অপশন পাওয়া যায়। একটি 'ডিলিট ফর মি', অন্যটি 'ডিলিট ফর এভরিওয়ান'। অনেকসময় ভুল করে আমরা 'ডিলিট ফর এভরিওয়ান' অপশন ক্লিক করার পরিবর্তে 'ডিলিট ফর মি' বেছে নিই। এক্ষেত্রে সেই মেসেজ ডিলিট হয় শুধুমাত্র সেন্ডারের জন্য। রিসিভার তখনও মেসেজ দেখতে পান এবং তা ডিলিট করার আর অপশন থাকে না। এই অসুবিধা দূর করার জন্যই এসেছে 'অ্যাক্সিডেন্টাল ডিলিট' ফিচার। নতুন ইউজারদের ক্ষেত্রে ইতিমধ্যেই এই ফিচারের রোল আউট শুরু হয়েছে।আইওএস এবং অ্যান্ড্রয়েড, দু'ক্ষেত্রেই এই ফিচার চালু করা হয়েছে। 

 

you may also like

  • by SANGITA SAHA
  • 2023-01-13 04:49:29
IMPORTANCE OF TECHONOLOGY IN OUR DAILY LIFE
  • by Koyel Majhi
  • 2025-05-14 21:15:49
Lunching iPhone 17
  • by SANGITA SAHA
  • 2022-12-01 09:40:38
Tech Trends to watch out for in 2023